...

6 views

ঘুম
দুটো চোখ শান্তি চায়,
মস্তিষ্কের যুক্তিবাদী আগ্রাসন চায় একটু স্থিরতা,
রাতের স্তব্ধ শহরের বুকে মাথা রেখে ,
ছুঁতে চায় একটু নিরবতা।
মিশে থাকতে চায় মহাজাগতিক সুরে।
ঘুম আসে, এক গভীর ঘুম।

ক্লান্ত হৃদয় কামনা করে ক্ষণিকের স্মৃতিলোপ।
নব...