...

10 views

অন্তরে অন্তরে
হাত বাড়িয়ে চাই না পেতে তোমার স্পর্শ
মন বাড়িয়ে রেখেছি আমি ওগো প্রিয়
তুমি এনে দাও আমার অন্তরে অমলিন হর্ষ।
সাক্ষাৎ মিলনে বাধা অনেক থাকো তুমি দূরত্ব এঁকে
এই পচা শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ ছড়ায় শুধু
অন্তরে অন্তরে মিলবো বরং এক আলোকবর্ষ দূরে থেকে।