...

13 views

পিছুটান
উৎখাত করেছে ওরা
চোকাতে পারিনি দাম;
তুমিও কি ভুলে গেলে
মুছে দিলে আমার নাম?
জানি, শূন্য থাকবে না কিছুই
হবে নতুনের আগমন;
হাহাকার কেন ঘোচে না আমার
তোমাতেই পড়ে আছে মন।