...

6 views

ফাল্গুন
বসন্ত এল রে পাতা ঝরায়ে
সাজাতে নব নব সাজে বনানী,
আম্রকানন,কাঞ্চন ফুল দলে
দক্ষিনা পবন রচে তারি ফাল্গুনী৷

চকিতে চপল ভ্রোমরের দল
গুজ্ঞরিয়া ভ্রমে ফুলে ফুলে,
নদী স্রোত রেখার আলিম্পনা
ছলাৎ ছলাৎ বাজে,তারি তটমূলে৷

বেনুবনে জাগে মর্মর ধ্বনি
রাখালিয়া বাঁশি বাজে দুর-প্রান্তরে,
ডাঙায় বাঁধিয়া ,নাও জাগে মাঝি
ভরা জোয়ারের আশা নিয়ে সে অন্তরে৷

ফাল্গুন এসেছে ফাল্গুন আজ-
পলাশ,শিমুল, কৃষ্ণচূড়ারে রাঙায়ে
নবীন ছন্দে ফিরিছে লাবনী
এ ফাল্গুনে, হৃদয়ে ক্ষনিকে জাগায়ে৷

© ক্ষুধার্ত