...

6 views

ভালো থেকো
যত দূরে গিয়েছিলে তুমি –
হংসিনী, দাওনি যে কোনো পূর্বাভাস তুমি !
লাখো লাখো জোয়ারের ফেনা তীরে আসিয়াছে,
তাহারাও উপচে পড়েছে অধঃক্ষেপের মতন
নব নব দীর্ঘশ্বাসের উষ্ণ পদক্ষেপে ;
জানো কেন? কেন জানিবেই বা বলো !
কাহারে যে পাইয়াছ শুনি !
ভালো থেকো, আর কিছু চাহিনা এ আমি।

আজো চোখে পড়ে ঘুঘুদের ক্লান্ত হৃদয়,
রৌদ্র শীতল হয়ে পড়ে মোরগের ঝুঁটিটির 'পর,
কলসের সারি বহুকাল পায় নাকো জলের চুম্বন;
তুমি তো অতিথি ছিলে, বলো!
তবে ওরা শিশু...