...

4 views

মনে করা আর মেনে নেওয়া
মনে করা আর মেনে নেওয়ার মধ্যে অনেক বড় ফারাক ।
একটা ছাত্র বললো , কীভাবে ? একটা উদাহরণ দিয়ে শোনা যাক ।
অঙ্কের ক্লাস চলছিল , বললাম , তাহলে অঙ্ক দিয়েই বিষয়টা শোন ।
একটা অঙ্ক দিলো - মনে করো , তোমার বাবার বয়স তোমার তিনগুন ।
তোমার বয়স বারো বছর হলে , বাবার বয়স কত ? সে বললো তিন বারোং ছত্রিশ
আমি বললাম , অঙ্কে সেটা , বাস্তবেও কি সেম ?এখানে সবার বাবার বয়স কি ছত্রিশ ?
সে হেসে বললো , না তো । কী করে সম্ভব এটা ? আমিও তো ওটাই বললাম , মনে করা আর
মেনে নেওয়া সমান জিনিস নয় । যদি বলতো , তোমার আর তোমার বাবার বয়সের
যোগ করো , বিয়োগ করো কিংবা গুন করো ।
মানা যেত , সবাই তবে মনে রাখতো । বাবার বয়স কত ? নিজের বয়স কত ?
আমি তো নিজেই জানিনা , আমার বাবার বয়স কত ?
এক ছাত্রীর বাবা নেই , সে বললো আমার তো বাবা নেই , আমি বয়স কত লিখতাম ?
তোর মা তো বেঁচে আছে , ওরই বয়স লিখতিস । কারন , সেইই এখন তোর বাবা ।
কোলাহল ক্লাসে একটু নীরবতা বিরাজ করলো , সবাই ইমোশনাল হয়ে পড়লো ।
বললাম , বুঝলি তবে , কেনো বলা হয় , মনে করা আর মেনে নেওয়া এক নয় ।
একটা তেন্দর ছাত্রও ছিল,সে গল্প জুড়লো তার দিদির ব্যাপারে
কোথাকার একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল , বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল
ঠিকও হয়েগিয়েছিল বলে , কিন্তু বছেলেটির
ওর দিদি বলেছিল নাকি ওসব বিয়ের পরে হবে , ছেলের কী রাগ অভিমান
সন্ধ্যেবেলা বাড়িতে ফোন করে বিয়ে ক্যান্সেল করে দেয় ছেলেটি।
© Adhir Mahato ( Rahul Starrs )