...

4 views

কবিগুরুকে শ্রদ্ধার্পণ
কবিগুরুকে শ্রদ্ধার্পণ

কি গান গাবো আজি, কি সুর বাঁধিব বল,
তোমার সুরের নদী বয়ে চলে কলকল,
লেখার মাধুরী তব শত যুগে উজ্জ্বল,
তোমার ভাবের মোহ আজও আছে অবিচল।

রবির পরশ লেগে আজও নদী পাহাড়ে,
জেগে ওঠা বনানী ভরে থাকে বাহারে।
শিশু সব করে রব ছন্দের জোয়ারে,
নিদ্রায় জাগরণে; দুপুরের আহারে।।

ভানুসিংহ নাম তব ছদ্মের আড়ালে,
তব ভাবে এক হয় ব্রাহ্মণ চাঁড়ালে।
সুখ আসে দুখী মনে শোক তাপ তাড়ালে,
আর আসে তব সুরে মন প্রাণ হারালে।।

ভোর আসে রাত যায় তব স্মৃতি রয়ে যায়,
একই ভাবে মনে মনে সুর তব বয়ে...