...

4 views

আমিও তো কাঁদি।।
আমিও তো কাঁদি মাঝে মাঝে
হঠাৎ দুঃখ পেলে
আমারও তো বুক ভাঙ্গে হঠাৎ
কেউ ছেড়ে চলে গেলে।।
আমিও তো কাঁদি বিষন্ন দিনে
প্রচণ্ড ঝড়-জলে
আমিও তো চোখ মুছি তাই ওই
ছেঁড়া ফুটো কম্বলে।।
আমিও তো কাঁদি প্রেমের জন্য
ঘর করে অন্ধকার
আমিও তো ভালোবাসি বলে করি
স্বপ্নে চিৎকার।।
আমিও তো কাঁদি ভরদুপুরে
কবিতা লিখতে বসে
আমিও তো থাকি সারাদিন মেতে
আনন্দ উল্লাসে।।
আমিও তো কাঁদি যুবক হিসেবে
খোয়া গেলে চাকরিটা
আমিও তো ভাবি কেন হলাম আজ
গরীব লোকের ব্যাটা।।
আমিও তো কাঁদি নাগরিক হয়ে
মানুষের যন্ত্রণায়
আমারও তো খুব রাগ হয় ওই
নেতাদের মন্ত্রণায়।।
হঠাৎ করে এই "আমি"টাই
হয়ে যাবে এক অতীত
তাই সবাইকে বলি সময় থাকতে
বদলে যাওয়াটাই উচিত।।