অলীক স্বপ্ন
অলীক স্বপ্ন
বাহিরে মেঘের ছায়া, মন যেন ভারী,
এক অদ্ভুত শূন্যতা যেন ঘিরে ধরে চারিপাশ,
স্বপ্নের আকাশে একের পর এক অলীক দৃশ্যপট
ভেসে ওঠে, আবার মিলিয়ে যায় নিঃশব্দে।
স্বপ্নে যেন সব কিছুই হাতের নাগালে,
অন্য বাস্তবতার মত, অবাস্তব এক জগৎ।
তারার ঝলকানি, নীলাভ আকাশ,
তবু কোথাও যেন খোঁজার শেষ নেই।
একটি অলীক স্বপ্ন,
যেন ধরা ছোঁয়ার বাহিরে,
তোমাকে নিয়ে যাই এমন এক জায়গায়,
যেখানে কোনো দুঃখ নেই, কোনো কান্না নেই।
তুমি উড়ে যাও পাখির মত,
আকাশজুড়ে তুমি একা, স্বাধীন।
তুমি কি জানো? এই স্বপ্নগুলো সত্য নয়,
তবুও আমরা সেগুলোর মধ্যে জীবনের রং খুঁজি।
আলোছায়ার মাঝে দোল খেতে খেতে
বিষাদে হারিয়ে যাও, কখনও সুখের সুর শুনি।
তোমার চোখে যে রহস্যময় ছাপ,
তুমি কি দেখতে পাও সেই অলীক সময়?
স্বপ্নের ভেতর বাস করা মানে—
নিজেকে হারিয়ে ফেলা।
একটা নীল চাঁদ, রূপকথার মত তার আলো,
যেখানে রাতগুলোও যেন দিনের মতোই আলোকিত।
তার নিচে তুমি দাঁড়িয়ে,
তোমার হাত থেকে স্বপ্নের কণা ঝরে পড়ে,
যেন মাটির উপর ছড়িয়ে দেওয়া সোনার বালি।
তুমি ছুটে যাও, অজানা এক পথে,
পেছনে কোনো ছায়া নেই,...
বাহিরে মেঘের ছায়া, মন যেন ভারী,
এক অদ্ভুত শূন্যতা যেন ঘিরে ধরে চারিপাশ,
স্বপ্নের আকাশে একের পর এক অলীক দৃশ্যপট
ভেসে ওঠে, আবার মিলিয়ে যায় নিঃশব্দে।
স্বপ্নে যেন সব কিছুই হাতের নাগালে,
অন্য বাস্তবতার মত, অবাস্তব এক জগৎ।
তারার ঝলকানি, নীলাভ আকাশ,
তবু কোথাও যেন খোঁজার শেষ নেই।
একটি অলীক স্বপ্ন,
যেন ধরা ছোঁয়ার বাহিরে,
তোমাকে নিয়ে যাই এমন এক জায়গায়,
যেখানে কোনো দুঃখ নেই, কোনো কান্না নেই।
তুমি উড়ে যাও পাখির মত,
আকাশজুড়ে তুমি একা, স্বাধীন।
তুমি কি জানো? এই স্বপ্নগুলো সত্য নয়,
তবুও আমরা সেগুলোর মধ্যে জীবনের রং খুঁজি।
আলোছায়ার মাঝে দোল খেতে খেতে
বিষাদে হারিয়ে যাও, কখনও সুখের সুর শুনি।
তোমার চোখে যে রহস্যময় ছাপ,
তুমি কি দেখতে পাও সেই অলীক সময়?
স্বপ্নের ভেতর বাস করা মানে—
নিজেকে হারিয়ে ফেলা।
একটা নীল চাঁদ, রূপকথার মত তার আলো,
যেখানে রাতগুলোও যেন দিনের মতোই আলোকিত।
তার নিচে তুমি দাঁড়িয়ে,
তোমার হাত থেকে স্বপ্নের কণা ঝরে পড়ে,
যেন মাটির উপর ছড়িয়ে দেওয়া সোনার বালি।
তুমি ছুটে যাও, অজানা এক পথে,
পেছনে কোনো ছায়া নেই,...