নির্মম প্রথা
নির্মম প্রথা
রচিয়াছো তুমি এ সুন্দর পৃথিবী
মানব জাতি, পশু পাখি, আর বৃক্ষাদি।
সেহেতু মাতা তুমি সবা কার,
তব ইশারাতে চলে এই জগৎ সংসার।
তবু কেন মাতা?
তব সৃজিত মানবের দল
এতো নির্মম এতো নির্দয়?
জঠরের জ্বালা মেটাতে তারা
আমাদের করে ভোক্ষন।
পুরিলে বাসনা তব পদ তলে
আমাদের করে নিবেদন।
কেন মাতা, মোরা পশু বলি
এতো তুচ্ছ মোদের জীবন?
মনুষ্য কুল করিছে ভুল
নিজ লালসার বসে।
সে ভুল তুমি সহিছো...
রচিয়াছো তুমি এ সুন্দর পৃথিবী
মানব জাতি, পশু পাখি, আর বৃক্ষাদি।
সেহেতু মাতা তুমি সবা কার,
তব ইশারাতে চলে এই জগৎ সংসার।
তবু কেন মাতা?
তব সৃজিত মানবের দল
এতো নির্মম এতো নির্দয়?
জঠরের জ্বালা মেটাতে তারা
আমাদের করে ভোক্ষন।
পুরিলে বাসনা তব পদ তলে
আমাদের করে নিবেদন।
কেন মাতা, মোরা পশু বলি
এতো তুচ্ছ মোদের জীবন?
মনুষ্য কুল করিছে ভুল
নিজ লালসার বসে।
সে ভুল তুমি সহিছো...