...

30 views

নির্বিকার
বদলে যায় রঙ লাল নীল সবুজে
জনতা পিছু নেয় কোনোটাই না বুঝে

প্রগতির বুলি আর লক্ষ হাজার বাণী
তবুও ঘোচে না কেন মানুষের হয়রানি?

যে গদি তৈরী মানুষের রক্ত-ঘামে
চোখ বুজে আসে সেই গদির-ই আরামে

পাঁচ বছর আর কেউ নেই তো ডাকার
তাই চুলোয় যাক মানুষের হাহাকার...



কালো টাকা, দুর্নীতি কেউ খুঁজেও পায়না কেন?
প্রদীপের তলাতেই যত অন্ধকার যেন

যে আগুন এ হাত রেখে নিয়েছিল সে শপথ
সেই আগুনের ঝলসানি-ই আজ ভবিষ্যত

অন্ধ কানুনের দাঁড়িপাল্লা ভারী
তবুও ওঠেনা ডান হাতের তরবারি...



বুঝবে কি না মানুষ?
অন্ধ আনুগত্যেই বেহুঁশ
দিন কেটে যায়
থাকে সবাই যে যার মতো...

আর ভেদাভেদের কাঁটাতারে
সারা গা-হাত-পা ছড়ে
দেশটা হিঁচড়ে চলে
ঝরে তার রক্ত...

© Avik Ghosh

#bengali #Politics #politicians #banglakobita