হঠাৎ দেখা
হঠাৎ দেখা
শ্রী রাজু গরাই ১০ই জুলাই ২০২৪
হঠাৎ দেখা,
তিলক্ষেত ডিঙিয়ে ধান পটল ওল কচু একে একে
সবুজ তেলাকুচির বন পেরিয়ে
দু-চোখের আড়ালে নয়, দ্বিপ্রহরের অন্তিমে।
ওধারে খোলা আকাশের নীচে তখনও ছুটছে ট্রেন
ভাঙা সিঁড়ি বেয়ে কয়েকটা বৃষ্টির ফোঁটা
এক চিলতে স্তব্ধতা ভেঙে হয়েছে আকুলি,
ধরণীর মেঠো পথে গরুর খুরে ভাসছে ধূলি।
তোমার খোলা কেশে ঢেকেছে অর্ধআঁখি
লোলুপদৃষ্টির আকর্ষণে পড়েছো ধরা
.. ... কেমনে দেবে ফাঁকি!
এ বক্ষে অবিরাম আপনি ধ্বনিতেছে এক সুর
লুকোচুরি খেলো রাত্রি দুপুর সংগীত সুমধুর।
নীল শাড়ির আঁচলে খেলে সমীরণ,
গৌরবরণ হস্তে দুলে স্বর্ণ-কঙ্কণ
মায়াবী কাজলকালো আঁখি তির্যক দৌড়ে পুলকিত
জেগে ওঠা বিদ্রোহিণী সুরের ঝংকারে শিহরিত।
যেন জোয়ারের আগুন উচ্ছ্বাসে দিয়েছে ডাক
অজানা গল্প ভিড়েছে ঘাটে বিস্ময়ে হতবাক ।
শুধায়...
শ্রী রাজু গরাই ১০ই জুলাই ২০২৪
হঠাৎ দেখা,
তিলক্ষেত ডিঙিয়ে ধান পটল ওল কচু একে একে
সবুজ তেলাকুচির বন পেরিয়ে
দু-চোখের আড়ালে নয়, দ্বিপ্রহরের অন্তিমে।
ওধারে খোলা আকাশের নীচে তখনও ছুটছে ট্রেন
ভাঙা সিঁড়ি বেয়ে কয়েকটা বৃষ্টির ফোঁটা
এক চিলতে স্তব্ধতা ভেঙে হয়েছে আকুলি,
ধরণীর মেঠো পথে গরুর খুরে ভাসছে ধূলি।
তোমার খোলা কেশে ঢেকেছে অর্ধআঁখি
লোলুপদৃষ্টির আকর্ষণে পড়েছো ধরা
.. ... কেমনে দেবে ফাঁকি!
এ বক্ষে অবিরাম আপনি ধ্বনিতেছে এক সুর
লুকোচুরি খেলো রাত্রি দুপুর সংগীত সুমধুর।
নীল শাড়ির আঁচলে খেলে সমীরণ,
গৌরবরণ হস্তে দুলে স্বর্ণ-কঙ্কণ
মায়াবী কাজলকালো আঁখি তির্যক দৌড়ে পুলকিত
জেগে ওঠা বিদ্রোহিণী সুরের ঝংকারে শিহরিত।
যেন জোয়ারের আগুন উচ্ছ্বাসে দিয়েছে ডাক
অজানা গল্প ভিড়েছে ঘাটে বিস্ময়ে হতবাক ।
শুধায়...