...

1 views

হঠাৎ দেখা
হঠাৎ দেখা
শ্রী রাজু গরাই ১০ই জুলাই ২০২৪

হঠাৎ দেখা,
তিলক্ষেত ডিঙিয়ে ধান পটল ওল কচু একে একে
সবুজ তেলাকুচির বন পেরিয়ে
দু-চোখের আড়ালে নয়, দ্বিপ্রহরের অন্তিমে।

ওধারে খোলা আকাশের নীচে তখনও ছুটছে ট্রেন
ভাঙা সিঁড়ি বেয়ে কয়েকটা বৃষ্টির ফোঁটা
এক চিলতে স্তব্ধতা ভেঙে হয়েছে আকুলি,
ধরণীর মেঠো পথে গরুর খুরে ভাসছে ধূলি।

তোমার খোলা কেশে ঢেকেছে অর্ধআঁখি
লোলুপদৃষ্টির আকর্ষণে পড়েছো ধরা
.. ... কেমনে দেবে ফাঁকি!
এ বক্ষে অবিরাম আপনি ধ্বনিতেছে এক সুর
লুকোচুরি খেলো রাত্রি দুপুর সংগীত সুমধুর।

নীল শাড়ির আঁচলে খেলে সমীরণ,
গৌরবরণ হস্তে দুলে স্বর্ণ-কঙ্কণ
মায়াবী কাজলকালো আঁখি তির্যক দৌড়ে পুলকিত
জেগে ওঠা বিদ্রোহিণী সুরের ঝংকারে শিহরিত।
যেন জোয়ারের আগুন উচ্ছ্বাসে দিয়েছে ডাক
অজানা গল্প ভিড়েছে ঘাটে বিস্ময়ে হতবাক ।

শুধায় তারে,
কোথায় ছিলে, হঠাৎ মুখোমুখি এতদিন পর...
কালস্রোতের বেলা যে পড়ে এল, বেঁধেছো কি ঘর ?
চোখের চাহনিতে গভীর দূরত্ব, মুখখানি সাদামাটা
তরুণসূর্য ঢলেছে জীবনে, প্রেম অধৈর্যের কাঁটা।
নিমেশে কহিল, আজ থাক না ওসব কথা...
পূর্ববৃত্তান্ত বড্ড ক্ষীণ অন্তর চৈতন্যে ব্যথা।

চলল আলাপচারিতা কিছুক্ষণ, আদি অন্ত নেই যার
সময় কখন কর্পূরসম উবে যায়, তবু অধরে হাসি তার।

সেই সে সুখ,
তোমার নিঃশব্দে র আসা যাওয়ায়
বেচাকেনা র মাঝে
ছিল যা রহস্য স্থিরনতমুখের ব্যাকুলতায়।
কৃষ্ণচূড়া যেন সেজেছে লাল রক্তবর্ণে...
দরিয়ায় এসেছে তুফান বলেই কি
নাবিক খাটায়েছে পাল আপন গরিমায়...
একদিন, মিশে যাবে মৃত্তিকার রঙে,
দূর-দিগন্তের ডাকে যেতে হবে খেয়া-পারাপারে,
নূতনের ডাক আগামী-কাল,
তবুও আসা-যাওয়া বারে বারে।

আঁখি ছলছল্ অশ্রু টলমল্......
বেলা যে পড়ে এল, ফিরতে হবে একাকিনী
নীরবে ক্ষণেক স্থির দাঁড়ায়ে চলিলেন তিনি।

আমি রইলেম শূন্যে তাকাইয়া আত্মঋণের জগতে
সবটুকু দিয়ে চেয়েছি যারে আপনার শ্রেষ্ঠধন হতে
কতকথা অন্বেষণে কতকথা শ্রুতিগোচর এ মনে
স্মৃতি খেলাঘরের নিকটে অনুরাগ দেখিনু নয়নে
তার চলা তার বলা প্রেমোচ্ছ্বসিত নবীন প্রাতে
ডুবেছিনু জগৎ প্লাবিয়া হাতে-হাত একসাথে।

© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #writco #writerRajuGarai #writer #RajuGarai #poetry #antara #highlights #everyone