...

11 views

বিকল্প মৃত্যু

সে আত্মহত্যা করতে পারত,
পারত সে ভুলে যেতে সব কিছু।
তবু সে আত্মহত্যা ভুলে
আমার কাছে ফিরে এলো
আমাকেই বিকল্প মৃত্যুর ভেবে।

আমার স্পর্শে___
তার শিরা-উপশিরার
রক্তপ্রবাহ থেমে যাওয়া।
আলিঙ্গনে হৃৎপিণ্ডের বিকলতা।
চুম্বনে চোখের ঘুম ,
ঠোঁটের আত্মসমর্পণ।
এ এক বিকল্প মৃত্যু।

© নিরাকার শিকারি