...

7 views

জীবনযুদ্ধ
জীবনযুদ্ধ
ইলোরা জাহান উর্মি

পৃথিবী এক বিশাল রণক্ষেত্র,
সৈনিক পুরো মানবজাতি।

হায় মানবজাতি!
কবে থামাবে এ যুদ্ধ?
কবে হবে রণক্ষেত্র স্তব্ধ?

কেউবা হেরে যাও জীবনযুদ্ধে,
বলি দাও প্রাণ রণক্ষেত্রে।
ভেবে নাও হেরে যাওয়া সৈনিক তুমি,
জীবনযুদ্ধে এই ছিল তোমার প্রাপ্তি।

কেউবা রণক্ষেত্র ছেড়ে ফিরে যাও ঘরে,
প্রবল উল্লাসে জয়ধ্বনি দিয়ে।
ভেবে নাও বিশ্বজয়ী রাজা তুমি,
ধন্য জীবনে কিছুই নেই তোমার অপ্রাপ্তি।

হায় মানবজাতি!
নও তুমি হেরে যাওয়া সৈনিক,
নও তুমি বিশ্বজয়ী রাজা।

জীবনযুদ্ধে এ তোমার পরীক্ষা,
সৃষ্টিকর্তা স্বয়ং দেবে বিজয়ের ঘোষণা।

সৃষ্টির আদিতে সূচনা এ যুদ্ধ,
সমাপ্তি হবে যেদিন মানবজাতির ধ্বংস।
© Elora Jahan Urmi