...

5 views

সূর্যাস্ত
ইচ্ছে হলেই ছুঁয়ে দিতে পারো
হবে না জেনো পাপও,
দুই আঙুলের ব্যবধান আজও
আলোকবর্ষে মাপো!
আর দু'এক পা এগিয়ে দেখো
ফুরিয়ে আসা আলো,
আঁচহীন চোখে রাত্রি নামার
সংকেত পড়ে ফেলো।
পথটা কিন্তু মিশে গেছে ঠিক
নতুন কোন ভোরে,
উদাস পথিক হেঁটে চলেছি
যেন স্বপ্নের ঘোরে।
অকুল পাথার ডাকছে, 'বুকে
বিলীন হবি আয়'
মুহুর্ত কয়েক কাটুক নিবিড়
আলাপচারিতায়!!


© PAM