...

4 views

চিন্তন
রঙিন রঙিন স্বপ্নগুলো দেখছি এখন চোখে
নানারঙের ভিড়ে আমি দেখছি এখন তোকে হরেকরকম কল্পনাতে হরেকরকম চিন্তা
তার মধ্যেও নজির এখন তোমায় দেখার দিনটা।

উৎসাহহীন কল্পনাতে উদভ্রান্তের বাড়
মাথায় এখন মস্তবড় ভবিষ্যতের ভার, উঠতে বসতে ভাবছি আমি নিজের ভবিষ্যত চিন্তায় এখন দিন কাটছে,ঘুমহীন রাত কাটছে সব।

বসছি এখন শীতের রোদে মুক্ত উতুরে হাওয়ায়
শুষ্ক গাছের ঝরাপাতা পড়ছে এখন দাওয়ায়,
চিরহরিৎ হচ্ছে যেন শুষ্ক ও ফ্যাকাশে
মলিনতার স্পর্শে সব যাচ্ছে মুছে ঘাসে।

এখনও যেন অন্তরাত্মা করছে লুটোপুটি ভবিষ্যত আর তোমায় নিয়ে দ্বন্দ্বে হচ্ছে ত্রুটি
নির্জনে বসে তাই আমি আজ লিখছি কিছু চুক্তি
জীবনের কিছু শূন্যপাতা ভরিয়ে করছি মুক্তি।
© SDC