...

1 views

চলাচল
মৃত্যু সবসময়ই আমার সাথে হাঁটে ;
যেমন সেকেন্ডের কাঁটা ঘন্টা কিম্বা
মিনিটের সাথেই হাঁটে ।

আমি হাঁটছি পৃথিবীর বারান্দা দিয়ে ;
যেমন রাতের শরীর বেয়ে আঁধারও হাঁটছে সরীসৃপ হয়ে ।

জীবনটা আজ জীবন্ত নরকে বন্দী ;
এযেন যুদ্ধের প্রস্তুতির পূর্বেই দু'দেশের মাঝে পারমাণবিক চুক্তি ।
© kazi zuberi mostak