যমুনা কথা
---যমুনা কথা---
কলমে-রশ্মিতা দাস
মন যমুনায় কে গো তুমি
নাইতে এলে সাঁঝে?
বুকের ভিতর পদ্ম ফুটে
কুসুমিত আজি লাজে...
সাধ্য কোথায় করাব স্নান
প্রশান্ত ঢেউ-স্রোতে,
কচুপাতায় জলের লুকোচুরিতে
মন মাতে।
রামধনু রং কজ্বা করে
ছায়ায় বাঁধি বুক,
সূর্য কিরণ, প্রাণের পরাগ
জীবন্ত...
কলমে-রশ্মিতা দাস
মন যমুনায় কে গো তুমি
নাইতে এলে সাঁঝে?
বুকের ভিতর পদ্ম ফুটে
কুসুমিত আজি লাজে...
সাধ্য কোথায় করাব স্নান
প্রশান্ত ঢেউ-স্রোতে,
কচুপাতায় জলের লুকোচুরিতে
মন মাতে।
রামধনু রং কজ্বা করে
ছায়ায় বাঁধি বুক,
সূর্য কিরণ, প্রাণের পরাগ
জীবন্ত...