...

1 views

একি সত্যি নাকি মরীচিকা
একি সত্যি কোনো গল্প ,
নাকি মিথ্যে কোনো ছবি?
দেখি তাকে ভেজা ঘাসে ,
নাকি আমি কোনো রূপকথার কবি?

একি ছন্দ কোনো খোলা হাওয়ায়,
নাকি জল্পনার সুপ্ত আঁখি?
দেখি তাকে নীল আকাশে,
নাকি আমি কোনো কল্পনাতে থাকি?

একি পদ্ম ভাসছে জল পাকে,
নাকি বিকার হওয়া কোনো প্রেমিক?
খুঁজি তাকে দূর চোরাবালি,
নাকি আমি কোনো ভ্রমেতে বাঁচছি?

একি ক্রন্দন কোনো বালিকার ,
নাকি ছলনার কোনো রাত্রি?
পেয়েছি তাকে নদী ওপারে,
নাকি আমি কোনো মরীচিকা দেখছি?

© Puja Karmakar💥