...

2 views

নরম ঘাসে দুঃখ ছুঁয়ে দেখো


ভাবছো তুমি কেবল একাই দুঃখী
এ বিশ্ব ভুবন মাঝারে।
যা নয় তারও অধিক কষ্ট পাও,
তাই তো বারে বারে।।

নিজের যাতনাকে ভাবছ তুমি
এ চরম অসহনীয়
তোমার চেয়ে সুখীদের দেখেই
কি এসব অনুমেয়?

চক্ষু মেলে তুমি দেখ চেয়ে,
খানিক তোমার নিচের দিকে।
এ চরাচরে দেখবে তুমি দুঃখীর মিছিল
আসছে ঝাঁকে ঝাঁকে।।

তখন তোমায় লাগবে সুখী, ভাববে
এটা আবার দুঃখ নাকি।
মেনে মানিয়ে চলছে লাখে লাখে,
শুধু তুমি নও কিন্তু একাকী।।

বাড়ির বাইরে বেড়িয়ে দেখো একবার,
নরম ঘাসের দুঃখ ছুঁয়ে।
কেমন হাসিমুখেও রয়েছে অমলিন,
সে হাজার পদাঘাত সয়ে।।

কলমে : ভীষ্মদেব রাণা

© #কবিতা,# নরম ঘাসে দুঃখ ছুঁয়ে দেখো।