...

14 views

উত্তরণ
আমি কোথায় তারে দেখে ছিলাম
কোন সে বিজন দেশে
তার নয়ন ছিল শিশির হয়ে
সকাল বেলার ঘাসে।

তার পর বিষন্ন সময়ের মুখোমুখি
এখনো তার কথা মনে পড়ে
স্মৃতির ধুসর পান্ডুলিপি জুড়ে
হারানো কৈশোর এবং বসন্তের দিন।

সে দিন প্রথম সবে ফাগুন এসে
আগুন দিলো বনে
তখন বাতাসে তার বাজলো কাঁকন
বাজলো বাঁশী মনে।

হাজার বছরের পর আমি পেলাম
মানুষের সুষোপ্ত চেতনা
মাটির অমর শীতলে সঞ্চিত ছিল
কাহার বুভুক্ষু প্রেম

আমি চড়ুইভাতি খেলতে...