...

5 views

মানুষের মন
দেখেছি বহু যোগ ধরে
দেখেছি সিন্ধু সভ্যতা থেকে,
মানুষের পরিবর্তন,
সেই রাজধীরাজ আধিপত্য থেকে, কতইনা জাঁকজমক পোষাকের পরিপাটি,
রং বে রংগের যুদ্ধের নিশান।
কতইনা সৈন্য সামন্ত আর হাতি ঘোড়া,
কত কামান আর তোড়ালের জোড়া।
অন্ধ মহলের রাজরানী কতশত দাসী,
আর রাজসভার রাজা শত সাহস্র প্রজা,
ভজিতেছ রাজার চরণ কমলে।
শত সাহস্রভার ভজিলে রাজা বলিলেন তারে,
এবার পূর্ণ হবে বুঝি তোমার মনস্কামনা।
বলিলেন প্রজা জোড় হস্ত করে,
আপনার সার্বভৌমত্ব হোক সারা সৃষ্টি জোড়ে,
রাজা হেসে হেসে বলিলেন তারে,
আর দুটি স্বর্ণমোদ্রা দাও বুঝি তারে।।

প্রজা করজোড়ে প্রণাম৷ করে বলে,
পূর্ণ পূর্ণ হোক আপনার রাজ্য ভান্ডার।

"সংক্ষিপ্ত"
"অজস্র কবিতা "
এই থেকে নেওয়া _
পি,কে













© Pk