...

4 views

মঞ্চে
কবি আসিবেন আজ
এই বাংলার মাটিতে,
তাই তো এতই আয়োজন।
হঠাৎ শুনা যায়
মেঘের গর্জন,
ওরে ভয় নাই ভয় নাই,
জনতার মন্ঞে কবি
শুনালেন তাহার কবিতাখানি,
বড় মধুর কন্ঠ সুরে।
হা দেখিতে তাহারে ইচ্ছে জাগে
উঁচু দালানের স্তম্ভ দেখে,
বহু লোকের ভিড়
হা দেখিতে পাইনি
তাহার মুখখানি,
শুধু শুনা যায় মধুর কন্ঠস্বর
দেখিতে মন ব্যাকুল জাগে,
ইচ্ছে জাগে মনে। তবুও বিষন্নতার ছাপ নিয়ে মনে,
ফিরে আসে ঘরে,।
কবি ও কবির কবিতাখানি
আবারও ফিরে আসবে,
বাংলার মাটিতে।
© Pk
(আজ বড় অপ্রাপ্তি কাঁদে) হতে প্রাপ্ত
পি কে