...

1 views

মিষ্টি হাসি

© প্রিয়রঞ্জন মন্ডল

মিষ্টি হাসি দেখতে,
খুব ভালো লাগে।
একটি বাচ্চা শিশু যখন হাসে,
তখন তার মিষ্টি হাসি,
মনে জাগায় শিহরণ।
হাসি মানে-
আনন্দের বহিঃপ্রকাশ।
এই হাসির সঙ্গেই
ক্ষরণ হয় Anti Stress হরমোনের,
যা মানুষের মনকে রাখে
ফুরফুরে।
তাই বলি,
এই মিষ্টি হাসি,
আমার খুব প্রিয়।।