...

2 views

সুখের অন্বেষণ
সুখের লাগিয়া এঘর ত্যজিনু,ছাড়িয়া গিয়াছি গলি,
ভাবিয়া ছিলাম বাহিরেই সুখ,ভুল ছিল সকলি।
কল্পনার ই রথেতে করিয়া,পক্ষীরাজের ঘোড়াতে চাপিয়া,
সকলি ভুলিয়া চলিয়া গিয়াছি,সুখের অন্বেষণে।।

সুখ সুখ করিয়া কাঁদিয়া মরিয়াছি,দুঃখেরে করি হেলা।
কর্তব্যের প্রতি অবহেলা করিয়া,সম্পর্কের স্কন্ধ কাঁটিয়া,
দুঃখকে জয় করিব ভাবিয়া,ভীরুর মতোন পলায়ে গিয়াছি,
সুখের অন্বেষণে।।

ভিখারির ন্যায় দ্বারে দ্বারে ফিরি,
সুখ রত্ন কে খুঁজিয়া মরি,
এখন আমি বুঝিতে পারিয়াছি,
প্রকৃত সুখ তখনই পাইব,পরোপকার ও কৃচ্ছ সাধনে।।
© Sadness fellow