...

22 views

ঘৃণা

আজ একটা চিঠি পেলাম।
সম্বোধন হীন শুধু দু-কলম লেখা।
পড়া হল না সেটাও!
স্থান পেল অবহেলে,‍ব‍্যস্ততার পদতলে।

বহুদিন তিলোত্তমার কোনো খোঁজ নেই.. .
কেমন আছে ও?
হাতের আধুনিক যন্ত্রটায় নম্বর টিপে ওপারের গলাটা শোনার তখন এক ভীষণ আকাঙ্ক্ষা..খোঁজ নেওয়ার মহত্ব।
..........
বড় অভিমান হল,হয়ত একটু রাগও।
ব‍্যস্ত কি সে খুব?......আজ ও??
জিবন তাকে শিখিয়েছে এগিয়ে যেতে,
নাহ্ অপেক্ষার পাঁচিল আর গাঁথবেনা সেখানে।
তাই...নতুন সূর্যের সাথে সাথে নিজের ছায়াটাকেও নতুন করে সাজাবে।
১০ বছর পর..
৪০ বছরের জিবনের চাকায়ে ১০ বছরের পুরানো তিলত্তমার অস্তিত্ব আর খুঁজে দেখা হয়নি কোনোদিন।
আজ বড় ঘৃণা হয়..ওই চিঠিটার ওপর।
কেনো সেদিন বলেনি যে ওই বয়ে এনেছিল তিলোত্তমার শেষ খবর।
চিৎকার করে চেয়েছিল সাহায‍্যের হাত।
বলেছিল তার অসহায়তার কথা।
সেদিন যাকে প্রাধান্য দিয়েছিলাম আধুনিক যন্ত্রের জালে,
তাকেই করেছিলাম অবহেলা চিঠির অন্তরালে।

জিবন আজ শিখিয়েছে 'প্রাধান্যের' অর্থ।
'অপেক্ষা' আর 'প্রাধ‍ান‍্যের' পাঁচিলে আজ আমার 'আমি' টা একা বসে..পাশে বসে অনেকখানি ঘৃণা..হয়ত অদৃশ‍্যরূপি..নিরর্থক।।





© rupkotha@Tithi