আজ বিকেলে
#আলী আকবর হোসাইন
আমার রং লাগা সেইসব দিন
প্রথমে অংকুড়ে যখন গজিয়ে ছিলাম
এই শ্যামল প্রান্তরে, বালচের বাঁকে
কালো জল, ঘোলাটে আকাশ
শরৎ কাল নিয়ে এসেছিল
উনিশশো পঁচাত্তরের পুরনো আশ্বিনে।
তুমি বুঝিবেনা, বুঝিবেনা
কি ছিল আমার প্রথম স্বপনে,
এই কালিয়ারা, বালচের তীরে
আমার পিতার ভঙ্গুর বসতি,
অপরাজিতার দঙল, কাশফুল,
শ্যাওলা ধরা আমগাছের শাড়ি,
গোন টানা ,পালতোলা নাও ,
দূর দেশ থেকে আসা নায়রী পানশি
আর জল ডুবো ডুবো বাজিতপুরী নাও।
তখনো স্রোত ছিল বালচে আশ্বিনে।
পানিতে কায়লা মাছের গন্ধ,
খুব ভোরে ঘুমের ভেতর থেকে শুনা
ঘুরী খেউয়ের শব্দ,
সকালে উঠোনে মাছের দাপাদাপি
কালো কুচকুচে অরিজিনাল মাছ
তুমি দেখনি, আমি দেখেছি স্বপনে।
আমি দেখেছি এই বালচের
হঠাৎ যৌবনের তোড়
কোন এক বৈশাখের শেষে
আস্তে করে তার ফেনিল জোয়ার,
দূর পাহাড় থেকে...
আমার রং লাগা সেইসব দিন
প্রথমে অংকুড়ে যখন গজিয়ে ছিলাম
এই শ্যামল প্রান্তরে, বালচের বাঁকে
কালো জল, ঘোলাটে আকাশ
শরৎ কাল নিয়ে এসেছিল
উনিশশো পঁচাত্তরের পুরনো আশ্বিনে।
তুমি বুঝিবেনা, বুঝিবেনা
কি ছিল আমার প্রথম স্বপনে,
এই কালিয়ারা, বালচের তীরে
আমার পিতার ভঙ্গুর বসতি,
অপরাজিতার দঙল, কাশফুল,
শ্যাওলা ধরা আমগাছের শাড়ি,
গোন টানা ,পালতোলা নাও ,
দূর দেশ থেকে আসা নায়রী পানশি
আর জল ডুবো ডুবো বাজিতপুরী নাও।
তখনো স্রোত ছিল বালচে আশ্বিনে।
পানিতে কায়লা মাছের গন্ধ,
খুব ভোরে ঘুমের ভেতর থেকে শুনা
ঘুরী খেউয়ের শব্দ,
সকালে উঠোনে মাছের দাপাদাপি
কালো কুচকুচে অরিজিনাল মাছ
তুমি দেখনি, আমি দেখেছি স্বপনে।
আমি দেখেছি এই বালচের
হঠাৎ যৌবনের তোড়
কোন এক বৈশাখের শেষে
আস্তে করে তার ফেনিল জোয়ার,
দূর পাহাড় থেকে...