আমার প্রস্ন
সকাল হলেই আমার মনের ভিতরে প্রশ্নের বাক্সটা খুলে দেখি,
কিলবিল করছে দু ডজন চেনা প্রশ্ন
সেগুলো সাবাড় না করলে বড্ড অস্বস্তি লাগে।
সারারাত জুড়ে চুয়ে চুয়ে, খেজুরের রসের মতো,
আমার মনের বাক্সের বুকে সেই প্রশ্ন এসে জমে।
আগামীকাল আবার এমন প্রশ্ন জমবে বলে,
তোমাকে ডাকি, কাছে চাই,
বাক্সটা সাবাড় করি তোমার...
কিলবিল করছে দু ডজন চেনা প্রশ্ন
সেগুলো সাবাড় না করলে বড্ড অস্বস্তি লাগে।
সারারাত জুড়ে চুয়ে চুয়ে, খেজুরের রসের মতো,
আমার মনের বাক্সের বুকে সেই প্রশ্ন এসে জমে।
আগামীকাল আবার এমন প্রশ্ন জমবে বলে,
তোমাকে ডাকি, কাছে চাই,
বাক্সটা সাবাড় করি তোমার...