...

8 views

আমার প্রস্ন
সকাল হলেই আমার মনের ভিতরে প্রশ্নের বাক্সটা খুলে দেখি,
কিলবিল করছে দু ডজন চেনা প্রশ্ন
সেগুলো সাবাড় না করলে বড্ড অস্বস্তি লাগে।
সারারাত জুড়ে চুয়ে চুয়ে, খেজুরের রসের মতো,
আমার মনের বাক্সের বুকে সেই প্রশ্ন এসে জমে।
আগামীকাল আবার এমন প্রশ্ন জমবে বলে,
তোমাকে ডাকি, কাছে চাই,
বাক্সটা সাবাড় করি তোমার মুখোমুখি বসি।
খেয়েছ নাস্তা?
আজ কি অফিসে যাওনি?
অফিসে আজ কাজ কেমন?
তুমি কি রাস্তায় এখন?
ও আজ তো ছুটি?
আচ্চা তুমি ভালো আছো তো?
তোমার বাচ্ছাদের খেয়াল রাখো।
কি রান্না হচ্চে আজ?
বাহ, চমৎকার রান্না তোমার।
আমি ঘ্রাণ পাচ্ছি।
হো হো করে তুমি হাসো।
আমার প্রশ্নের, তোমার মাপানো উত্তর।
একদম সমানে সমান।
তুমি ভাবছ, আর ক'টা প্রশ্ন জমেছি বুকে?
তুমি অনেকটা নির্ভার,
তোমার বাক্সে কখনো প্রশ্ন জমেনা।
ভালো থেক,
এবার শেষ প্রশ্নটা  বলেই বাক্সটা সাবাড় করি।
এরপর আবার একটা রাত্রি আসে।