...

12 views

আবদারী
যদি কখনো কুয়াশা স্নাত রোদ হয়ে ,
আবদারী শীতের সকালবেলা ;
তোমার কাছে আসি !
তুমি মুঠো ভরে রোদ তুলে ,
মেখো তোমার গালে !
চুপী চুপী কানে কানে ,
বলবো তোমায় ভালোবাসি !
আমি রূপোলী...