...

25 views

কিছু প্রেমের মৃত্যু নেই
পুড়ছে হৃদয় বিরোহী জ্বরে,
থার্মোমিটারে একশো-চার;
ক্লান্ত সূর্য মাথা রেখে পাহাড়ের কাঁধে,
অভিমানী অন্ধকারে হাত বাড়ায়।

সব কথা ফুরোয় না,
থাকে টানাপোড়েনে, লেনদেনে;
সব হাসি রয় না,
কিছু চাপা পড়ে দুঃখের ঘ্রাণে।

বুকের মাঝে সযত্ন চেপে ধরা গোলাপটি,
শুকিয়েছে ডায়েরির ভাঁজে, সময়েরই নিয়মে;
টি ব্যাগ আর উষ্ণ-গরম জলের অনুভূতি বোঝায়,
কিছু প্রেমের মৃত্যু নেই।
© Miss Banerjee