...

18 views

ঢাকা
আমার প্রানের শহর কোটি প্রাণের শহর এই ঢাকা,
দুঃখ-বেদনা জীবন সংগ্রাম ও ভালোবাসার শহর ঢাকা,
অনেক হৃদয় ভেঙেছে এখানে আবার অনেক হৃদয় গড়েছে,
বাস্তবতার কঠিন করাঘাতে জীবন সংগ্রামের সাক্ষী এ শহর,
অথবা কোন রঙের দুনিয়ায় ভালোলাগার ফানুস এই শহর,
এখানে কেউ আমির কেউ গরিব অর্থের যোগ্যতায় ভালো থাকা যায়,
সুখ টাকা দিয়ে কেনা যায় না তবে ঢাকায় টাকা দিয়ে সব পাওয়া যায়,
ঢাকার বাতাসে মিশে আছে হাজার আর্তনাদ হাজার কষ্টের কান্না,
এখানে কেউ স্বপ্ন দেখতে আসে কারোটা দুঃস্বপ্ন কারো বা সুখ স্বপ্ন রয়ে যায়,
জীবনযাত্রায় পৃথিবীর আর দশটি শহরের মত না হলেও দেশের সেরা ঢাকা শহর,
এই শহরের বাতাসে মিশে আছে বিষ বিষাক্ত সিসা আর আবর্জনার স্তূপে টইটুম্বুর,
শহরের বাস স্কুটার পরিবহন অনেকটা মুড়ির টিন ঝনঝনিয়ে চলে কখনো খুলে খুলে পড়ে,
এই শহরে নেই কোন পঞ্চাশোর্ধ বিল্ডিং নেই কোন স্কাইস্ক্র্যাপার,
তবু আছে চার কোটি মানুষ আর তাদের চার কোটি স্বপ্ন,
আমার দেশের সেরা শহর ঢাকা সকল সুবিধা এখানে বিদ্যমান,
ঢাকার পোশাকের জুড়ি মেলা ভার লন্ডন প্যারিস এর মত এখানে পোশাক মেলে,
ঢাকার ঐতিহ্যবাহী খাবার সবচেয়ে বিখ্যাত...