...

4 views

উদাসীন
উদাসী মন জানে জীবনের কিছু না বলা ব‍্যাথা!
আর কী পাবো তাদের দেখা যারা দিয়েছিল একসময় অনেক লেখা। তবে কী হ্মনিকের জন্যেই ছিলো রঙিন দিনের আনাগোনা। ছিলো সেদিন বন্ধুদের হাজার কথার মেলা। আজ ঘন কালো মেঘ নিয়ে এল বিদায় বেলা। লেখার বন্ধুরা গেল কে কোথায় হারিয়ে, আজ নিরবে আছি একা। তবুও আশার হাতছানি জাগাচ্ছি মনের ঘরে। যদি পাই কোনো এক বন্ধুর দেখা , বন্ধুর খোঁজে নতুন দেশে দিলাম পা। হঠাৎ আকাশ পিছিন থেকে ডেকে বলে পাবি না তুই খুজেঁ আর তোর সেই পুরোনো বন্ধুদের।
© ✍সঙ্গীতা