...

8 views

হিসেব নিকেশ #বাংলা কবিতা
আমার শুধু এমনি করেই থাকা,
নিজের কাছে,নিজের হারজিত।
আমার কেমন সবার মাঝে গিয়েও
হারিয়ে ফেলা আবার আচম্বিত।
ছোট্ট খশির পশরা কুড়াই শুধু,
হলোই বা তা নগণ্য সবার কাছে।
আমার দেশে বড্ডো দামী সেসব,
যত্ন করে জমিয়ে রাখা আছে।
টুকরো যত রঙ্গীন রামধনু,
জুড়ে রাখি অনেক যতন করে।
মেঘলা কেটে ফরসা আকাশ হলে,
সাজিয়ে রাখি মন পাহাড়ের কোলে।
যখন হঠাৎ ঈশান কোণে ঝড়,
ঘনিয়ে আসে মন কেমনের মেঘ।
ঘরের কোণে চুপটি বসে থাকা,
জমিয়ে রাখা এলোমেলো আবেগ।
যেদিন আসে কালবোশেখির বিকেল
উল্টে দিয়ে যায় ডায়েরির পাতা,
ভাবতে বসি,সময় হলো বুঝি
হিসেব করি নিয়ে জীবন খাতা।।
© pakhi sengupta