...

2 views

ছন্দময় নিস্তব্ধ রাতে
ছন্দময় এক নিস্তব্ধ রাতে সব হারিয়ে হটাৎ নিজেকে খুঁজে পাওয়ার গল্প সে এক।
মন এবং মাথার দ্বন্দ্বের মাঝে দোদুল্যমান আমিটা অন্ধকারে সেই রাতে
একাকী অন্ধকারেই হারাতে চেয়েছিলাম যে।
চেনা সবকিছু ছেড়ে, হটাৎ'ই কোনো এক অদৃশ্য টানের জোরে অজানার উদ্দেশ্য পাড়ি দিলাম।
কি জানি কি হলো সেদিন মধ্যরাতে!
আকস্মিক আয়নার সামনে যেতেই
দুঃখের মুখোশ'টা কে যেন এক টানে খুলে দিলো।
দূর থেকে ভেসে এলো তাঁরই কণ্ঠস্বর।
প্রশ্ন করলো, কিসের এতো আফসোস?
কে আছে এখানে আপন তোমার?
মনে রাখবে, স্বার্থপর এই দুনিয়ায় সবাই পর।
জানো তো, আঁধারে ছায়াও দেহের সঙ্গ ত্যাগে!
তুমি তো আবার ভাবো, অশ্রুই কেবল সঙ্গী হয়ে রয়ে যায়।
না বন্ধু, এই ভূমন্ডলে কেউ কারোর সহচর নয়।
তবুও যদি সঙ্গ কামনা করো, তাহলে নিজের সত্ত্বাকে ভালোবাসো।



© 𝙰𝚗𝚗𝚒𝚎