...

6 views

ভালোবাসা চিনলে না




আমার মধ্যে তোমার কি ভালো লাগে?
বলবে হয়তো বড়ো চোখ কিংম্বা লম্বা নখ,
গাল থেকে যে ছোট্ট চিবুকে নামে চুম্বনের স্রোত,
হতে পারে ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর পরের নরম রেশ,
বা আরো একটু নিচে পছন্দ
আমার বুকের মধ্যিখানে সুগভীর খাঁজ।
কিংম্বা নাভীর পাশে সল্প নিটোল পেট
কোমরের হাতছানি আর পশমের দেশ।
পায়ের ভাঁজে লুকিয়ে থাকা ভালবাসা দিবসের শুভেচ্ছা।
কি ভালো লাগে তোমার?
সময় কাটাতে? কথা বলতে? আর?
ছবিতে আমার মুখে হিংস্র ভালোবাসা খুঁজতে,
বা ঐ যে আমি টুকিটাকি লিখি, তার মানে ভাবতে।
আমার মধ্যে আর কি আছে ?
নখ থেকে চুল, পা থেকে কপাল,
সাজিয়ে রাখা হয় প্রসাধন আর জামা কাপড়ের ভিড়ে!
চাবুক বলে ওরা আমায়, চাবুক বলেই ডাকে,
ওরা হয়তো চেনে না আমায় ব্যক্তিগত ভাবে,
তবু ব্যহ্যিক আড়ম্বরটুকু বাদ দিয়ে দেখে
ওরা বোঝে, মাথা নিচু করতে আমার বাঁধে।
বাঁধা যাবেনা মিথ্যে নিয়মের ঘেরাটোপে।
তোমার মত করে ‌ওরা আমার নগ্ন আত্মাকে ছুঁয়ে যায়নি,
ওদের ওভাবেই আমার ব্যক্তিত্বটাই মনে ধরে ।
কিন্তু তোমরা দেখলে না,‌জানলে না আমি আসলে কে।
ভালো লাগলো না তোমাদের কারুর সাধারণ মানবী কে,
- কিছু টা পবিত্র কিছু টা অপবিত্র।
আমার ভালোবাসতে চাওয়া,
সবটুকু নিঙড়ে দিয়ে পাওয়ার আশা করা।
এগুলো নিছক মেয়েলি তরল আবেগ ‌নয়।
আমার নারী সত্তায় বারবার আঘাত হেনেছো।
তবু যীশুর মতন বা ডাইনোসরের ফসিলের মতো না,
অনেকটা, ভোরের আলো বা
অন্ধকার আকাশে উজ্জ্বল তারা দের মতো,
নদীর স্রোত সমুদ্রের দিকে যেমন,
সূর্যমুখীর সূর্য প্রেম বা পতঙ্গের ‌অগ্নি স্নান ,
আলেয়া আর মরীচিকার ওপর বেদুইনদের সহজ বিশ্বাস,
ঠিক তেমনই স্বচ্ছ স্বাভাবিক আশ্রয়
শত ছিদ্র শত জীর্ণ শত মলিন এই পাপী হৃদয়।


- রূপকথা ভৌমিক


© RupkathaBhowmick