...

2 views

শীত
তুমি  আসো সেই সফরে
বয়ে চলা দক্ষিণা বায়ু চিরে
তুমি সঙ্গী উত্তর বায়ুর
শেষ ক্রন্দনরত আয়ু র

অগ্রহায়ণ শুরু, তোমার আগমন
পোষ মাঘ শরিয়া তোমার বিচরণ।

তুমি আসো কুয়াশার উত্তরী গায়ে জরিয়ে,
তুমি আসো শিশিরে ঘাসের আগা ভিজিয়ে।

তুমি আসলে পরে
সারা বছর ধরে
জমিয়ে রাখে যে পাতা

তুমি আসলে তারা
জনক ছাড়া
পর করে...