...

10 views

অনিমেষ
#WritcoPoemPrompt45
Write a poem been inspired by a project or task be completed – whether it’s crossing something off the never-ending to-do list, or a project you have worked on for a long time.
















অনিমেষ


আচ্ছা  অনিমেষ,
এভাবে আর কতদিন?
কতটা প্রহর আমরা করেছি গত,
আর কতটা শ্রাবণ পেরুলে তুমি, বদলে যাবে?
আমাকে কি তুমি কখনো ভেবেছ, ভেবেছ?
এভাবেই আমাকে তুমি পুড়ে পুড়ে খা-চ্চ, চোখের জল নিত্যসঙ্গী।
আমার বুকের ভিতর যে হাহাকার, সে কি কখনো ভেবেছ?

অনিমেষ,
তুমি ত জান, এখনো আমার শরীর  কতটা টানটান,
আমার চোখ গুলো নাকি তোমার কাছে একটা কাব্যের মত,
আমাকে একঝলক দেখার জন্য, তোমার অস্থিরতা আমি বুজি।
তুমি কি জানো, গতকাল কি হয়েছে?
আমাকে একজন ভালো বাসতে চেয়েছে,
সবাই ত আমাকে চায়, আমি কার যাই বলত?
না, আমি যাব না।
কেন যে তোমার কাছে এতটা নিষ্পেষিত হয়ে থাকতে চাই,
কেন যে,তোমার শত অনাচার, আমি মুখ বুজে মেনে নেই,
আমি বুঝিনা অনিমেষ।

অনিমেষ,
কতদিন আমি তোমাকে ছেড়ে ছেড়ে চলে যেতে চেয়েছি,
কিন্তু পেরেছি কই বল?
কিছুটা পথ যেতে যেতে ই, আমার বুকের ভিতর কেমন,
মোচড় দেয়,
তুমি বুজি কাঁদছ অনিমেষ?
টপটপ করে তোমার চোখের জল ঝরলে, আমি আর পারিনা,
তোমাকে জড়িয়ে ধরে আমারও কাঁদতে ইচ্ছে করে।

অনিমেষ,
আমি কতবার ভেবেছি, তোমার সাথে কেন জড়িয়ে পড়লাম,
আমার সব প্রেম গুলো তুমি এভাবে ছেকে ছেকে নিবে,
আমাকে তো  নিঃস্ব করে ফেলেছ, আমাকে তো দখল করে নিয়েছ,
আমার সব অনুভূতি আজ তোমার কব্জায় রেখেছ।
আমি আর ভাবতে চাই না, অনিমেষ।

অনিমেষ,
কিছুটা তুমি বদলে যাও, ইদানীং খুব রেগেমেগে যাও দেখছি,
খুব বেশি অভিমান করছ, আমাকে অবজ্ঞা করছ, তা ভাবছি-নে।
কিছু বললেই বল,
তোমার ভালোবাসা নাকি টক, ঝাল, মিস্টির মতো।
আমি জানি তুমি মিথ্যা বলনা, ঘৃনা কর।
ভালোবাসাটা তোমার বড্ড নির্ভেজাল।
শুধু ভালোবাসার লোভে, তোমায় ছাড়ছিনে,
অনিমেষ।