...

3 views

আমরা পাড়ার রমনী (The women of our locality)
আমরা পাড়ার রমনী,
আমরা তো নই শুধু ঘরনী,
আমরাই কখনো কন্যা, কখনো মাতা,
আবার কখনো হই ঘরনী,
আমরাই ধরি সংসারের হাল,
আমরাই রাখি পরিবারের সুখ বহাল,
আমরাও পারি পুরুষের সাথে তালে তাল মিলিয়ে চলতে,
আমরাও পারি কিছু করে দেখাতে,
আমরা আজ আর নই অবলা,
আমরা যে সকাল কাজের প্রেরণা দাতা,
আমরা হয়েছি আজ বহু কাজের কাণ্ডারী,
আমরা হয়েছি সেবিকা, শিক্ষিকা,আর প্রশাসনের মাথা,
তার পরেও আমরা...