উদয়
ছোট্টো একটা কুঁড়ি
দোলে সেই বোধি বৃক্ষে
আনন্দে মুগ্ধ হয়ে উঠি
দেখিয়া নিজের দুই চক্ষে।
পাপড়ি গুলো মেলে ওঠে
রঙে ভরে ওঠে বিস্তীর্ন বন
কালক্রমে হয়ে চলেছে
কৈশর থেকে যৌবন।
আজ আছে কাল নাই
চিরকাল নয় এই জগতে
যে কৃর্তৃ রেখে যেতে পারে
সেই ওঠে ইমারতে।
ফুলগুলি দুলে চলেছে
যেন আনন্দে বিষ্মিত
নিজের পায়ে দাঁড়ায় যে
সকলের হৃদয়ে সে চিরকাল আচ্ছাদিত।
© All Rights Reserved
দোলে সেই বোধি বৃক্ষে
আনন্দে মুগ্ধ হয়ে উঠি
দেখিয়া নিজের দুই চক্ষে।
পাপড়ি গুলো মেলে ওঠে
রঙে ভরে ওঠে বিস্তীর্ন বন
কালক্রমে হয়ে চলেছে
কৈশর থেকে যৌবন।
আজ আছে কাল নাই
চিরকাল নয় এই জগতে
যে কৃর্তৃ রেখে যেতে পারে
সেই ওঠে ইমারতে।
ফুলগুলি দুলে চলেছে
যেন আনন্দে বিষ্মিত
নিজের পায়ে দাঁড়ায় যে
সকলের হৃদয়ে সে চিরকাল আচ্ছাদিত।
© All Rights Reserved