...

2 views

কতদিন ভালোবাসাহীন
কতদিন ভালোবাসা হীন আমি
কতদিন এ আকাশ মেঘেহীন
কতদিন বৃষ্টি ভিজেনি
তোমার এই চাতক প্রেমী।
দীর্ঘ হচ্ছে অন্ধকার রাত
কতদিন দেখিনা শিশির ভেজা
শিউলি ঝড়া প্রভাত।
খুঁজেছি আশ্রয় হলুদ দুপুরে।
শুকনো পাতার মতো
ভয়ে থেকেছি কুঁকড়ে,
যদি হঠাৎ দমকা হাওয়ায় উড়ে হারিয়ে যাই আজকাল বড় কষ্ট পাই,
একা থাকতে, দীর্ঘ হেমন্ত রাতে
কতদিন এ জীবন ছিল সম্পর্কহীন বন্ধুহীন।গতদিন ‌এ জীবন ছিল শান্ত
জোৎস্নার রাত্তির মতো
কোন বসন্তে কমলা বিকালের শেষে
কালবৈশাখী ঝড়ের মতো তুমি এসে ,
সব করে দিলে এলোমেলো
আজকাল আমি বড়ো অগোছালো।
কতদিন চাহিদাহীন উদাসীন জীবন
বেশ ছিলো ভালো।
কাউকে ভালো লাগা পাওয়ার আকাঙ্খায়
আজ করেছে আমায় অসহায়
হৃদয় মন জুড়ে এক বিমর্ষ অসুস্থতা।
যদিও বেদনা অনেক দামী লেখা যায় ভালো কবিতা ,
কতদিন হৃদয় আজ শব্দহীন।
কতদিন ভালোহীন , কতদিন বৃষ্টিহীন
কতদিন ভাষাহীন এ আকাশ
ভুলে গেছে ফেলতে দীর্ঘশ্বাস
পাথর হয়ে গেছে বাতাস।
© Manab Mondal