মেরুভালুক
উত্তরের সমুদ্রের সদস্য আজীবন –
সিন্ধুঘোটকের চরে আলাস্কার বরফের 'পর
হরেক সন্ধ্যের সাঁজোয়ার মতো
আমি আছি! – কেন আছি?
মসের পাহাড় হ'তে বরফের খনি
রাতের রঙের মতো তুলিতেছে ঢেউ,
আকাশে অপার আশা – তবুও করুণ ঊষা
দেখা নাহি করে আর ;
তাহার মাঝেই আমি বাতাসের রং
সোডার ফেনার ন্যায় মাখিয়াছি আজ।
মোর আভরণ এখনো অমর
ভোরের প্রথম রৌদ্রক্ষীরার মতন ;
জীবনের গরমিল পংক্তির ধারে ধারে,
দাঁড়ি-কমা হ’য়ে দাঁড়ায়ে রয়েছি চিরকাল।
এ জীবন শুধু আমার –
এক শুষ্ক মৌসুমে...
সিন্ধুঘোটকের চরে আলাস্কার বরফের 'পর
হরেক সন্ধ্যের সাঁজোয়ার মতো
আমি আছি! – কেন আছি?
মসের পাহাড় হ'তে বরফের খনি
রাতের রঙের মতো তুলিতেছে ঢেউ,
আকাশে অপার আশা – তবুও করুণ ঊষা
দেখা নাহি করে আর ;
তাহার মাঝেই আমি বাতাসের রং
সোডার ফেনার ন্যায় মাখিয়াছি আজ।
মোর আভরণ এখনো অমর
ভোরের প্রথম রৌদ্রক্ষীরার মতন ;
জীবনের গরমিল পংক্তির ধারে ধারে,
দাঁড়ি-কমা হ’য়ে দাঁড়ায়ে রয়েছি চিরকাল।
এ জীবন শুধু আমার –
এক শুষ্ক মৌসুমে...