...

9 views

এতিম
ছেলেবেলা থেকে ফুটপাতে হেঁটে
বড় হয়েছি হায়,
তখনি বুঝেছি জীবনের আমার
নাই কোনো নিশ্চয়।

বাবা চলে গেল জন্মেরও আগে
মাকে হারালাম বছর ছয়েকে,
ভেবেছি তখন এতিম আমি
নাই আমার পরিচয়।

ছিলনা কোনো পরিবার আমার
ছিলনা বাঁচার আশা,
অবশেষে এতিমখানা
দেখাল আমায় দিশা।

ভেবেছি আমি
পেয়েছি যখন ঠাঁই,
খোদার নিকট দু'হাত তুলে
শুকরিয়া জানাই।

ভাবিনি তখন এতিমখানার হাল
কেড়ে নেবে রাঘববোয়াল,
ভেবেছি শুধু এতিম আমি
এ আমার পোড়া কপাল।

আশ্রয় আবার পাবো কোথা
ছিলনা আমার জানা,
অবশেষে ফুটপাত আমার
হলো শেষ ঠিকানা।



© Elora Jahan Urmi