...

9 views

বিধবা
ওগো প্রিয় তোমাকে হারিয়ে হয়েছি আমি বিধবা,
পরনে স্বেত বস্ত্র পরে হয়েছি গো একলা,
নিয়ে তো এসেছিলে তুমি আমায় হাত ধরে,
তবে কেনো, তুমি নিয়ে গেলে না তোমার সাথী করে?
সেই প্রথম ফাল্গুনী পূর্ণিমায় দিয়েছিলে লাল শাড়ি,
রক্ত আলতা সর্বঅঙ্গে হয়েছিলাম রূপবতী।
কথা তো দিয়েছিলে সাত জীবন কাটাবে এক সাথে,
বয়স ষাট না হতেই চলে গেলে সেই অচিনপুরে!
আজ যে আমি বড়ই একলা-
একলা করে চলে গেলে?
দিবা নিশি কাটে আমার তোমার কথা ভেবে,
অশ্রুধারা বয়ে আমার স্বেত বস্ত্র ভিজে!
শয়ন কালে ভাবি আমি আছো তুমি পাশে
বুকভরা সেই স্মৃতি নিয়ে আছি আমি বেঁচে।

-কুনাল মহন্ত
© kunal's Pen