...

12 views

হ্যামিলনের বাঁশি
আমিও একদিন বাঁজাবো,
হ্যামিলনের সেই বাঁশি।
ক্ষীণ সুরে দূরেই রবো,
খুঁজবে আমায় শহরবাসী।
শহর ছেড়ে অনেক দূরে,
তেপান্তরের মাঠে।
বাঁজবে বাশি করুণ সুরে,
প্রিয়ারও চৌকাঠে।
দূর দিগন্তের অচেনা পথে,
অজানা মায়ার টানে।
ছুটবে মোহে সবাই জয়রথে,
বাঁশিওয়ালার সন্ধানে।
অধরায় রবে সেই বাঁশির সুর,
লোকচক্ষুর আড়ালে।
সঙ্গী হয়ে একাকিনী বিধুর,
রয়ে যাবে অন্তরালে।
হ্যামিলনের সেই অভিশপ্ত বাঁশি,
করবে সদা বিমোহিত।
ছড়িয়ে মনে ইন্দ্রজালের রাশি,
পরিশেষে হবে সমাহিত।
© অভিশপ্ত বাঁশিওয়ালা✍🏼