...

15 views

রূপকথার গল্প
হঠাৎ দেখা রূপকথারা;
চলছে যেন নিজের মত;
সময়টা ঠিক গড়িয়ে যেতে,
সঙ্গ দিতে, ব্যকুল তারাও!

একগুচ্ছ গল্প সে সব,
করছে বদল তাদের কথা!
সময় বুঝে মিলিয়ে নিও;
এই রূপকথাদের চিন্তাধারা!

আকাশ পানে তারার মেলা,
রাতের বেলা উল্কা চলা,
রাত ফুরোতে জ্যোৎস্না নামে,
ভোরের আলোয় রবির খেলা!

হারিয়ে যেতে দাও না তাদের,
এই আকাশ পানের রঙ মহল!
সময় টাকে আঁটকে রেখো;
হয়না যেন রূপকথাদের দলবদল!

© SHAYAARIDILSE