...

4 views

মানুষ ও পশু
আজ আমাদের গোরুর বাচ্চা হয়েছে,বোকনা বাছুর;মা তো মহাখুশি! দুই দিকেই লাভবান যে -
এখন দুধ বিক্রি করে টাকা পাবে।
কতই খরচ না করেছে ওর পেছনে,
কতবার ডাক্তার এলো, ওষুধ দিলো।
ফায়দা তো তুলতে হবে!
কি করে?ওতো আর মানুষ না!
যে চেয়ে নেবে,
নিতান্তই পশু! গৃহপালিত পশু;
ওই দুধ বিক্রি করেই ...
খরচা তুলতে হবে।
আগের বার এড়ে বাছুর জন্ম দিয়েছিল
এতে মায়ের কী মন খারাপ!
কিন্তু টিকেনি বেশিদিন
জলে ডুবে মারা গিয়েছিল!
ভগবান এইবার মায়ের কথা শুনেছেন
তাই,মা এবার সর্বমুখী,
যাকে দেখে তাকেই বলে বেড়ায়
তার প্রাপ্তির বর্ননা।
বেশ, মানুষ হয়ে আমিও খুশি!
কিন্তু ওই গরু বাছুরের কথা ভেবেছো?
মা শিশু ক'দিন বাদে ভিন্ন হয়ে যাবে।
নির্দিষ্ট সময়ের জন্য তাদের একসঙ্গে
দেখা যাবে।ভেবেছো কত কষ্ট!
মায়ের কষ্ট মা বোঝে,
তোমার আমার মা বোঝে কই?
প্রশ্ন করেছো?
একবার বইয়ে পড়েছিলাম
পশুর আচরণ সম্পর্কে,
ওরা নাকি খুব স্বার্থপর?
অর্থাৎ, নিজের কথা আগে চিন্তা করে;
কী বাচ্চা!কী মা!
কারো জন্য চিন্তা করে না।
কিন্তু বাস্তবে তো দেখছি
ঠিক এর বিপরীত,
পশুরাই মানবিক আচরণের অধিকারী
ওদের মধ্যে গোষ্ঠী আছে,ঐক্য আছে,
আছে নির্দিষ্ট বন্ধন !
আর মানুষকে দেখো,
ওরাই এখন পাশবিক আচরণের অধিকারী!
না আছে আগের মতো গোষ্ঠী,
না আছে ঐক্য,না বন্ধন!
শুধু আছে মন ভর্তি হিংসা আর স্বার্থ......

© Adhir Mahato ( Rahul Starrs )

#বাংলা #ব্যঙ্গ #writco #adhirmahato
#rahulstarrsquote