...

6 views

নিঃস্ব
---নিঃস্ব---
কলমে-রশ্মিতা দাস

হতাম যদি মৃৎভেদী উদ্ভিদ
ফুল,ফল,সৌরশক্তি
অর্পণ করতাম তোমার কাছে.

হতাম যদি সতেজ পদ্মফুল,
রূপ,রস,গন্ধ, সুবাস
সব দিতাম আমি তোমাকে
মধু খাইয়ে তৃপ্ত করতাম তোমায়
নিংড়ে দিয়ে নিজেকে.

যদি হতাম আকাশ,
বুকের উপর ভাসমান কোটি কোটি রঙিন ধূলিকণা
মেঘ,বৃষ্টি
আমি তোমায় লিখে দিতাম.

পৃথিবী যদি হতাম,
চিড় ধরাতাম আমার শরীরে
আমার বুকের মাঝ বরাবর ধরত ফাটল.
দুভাগ হয়ে গিয়ে উজাড় করে দিতাম
সমস্ত খনিজ, লাভা,অতীত, ইতিহাস

যদি হই মানবী...