...

7 views

চৈত্রের দুপুর
চৈত্রের চির চির গরম হাওয়া
লেগেছে অন্তরে ধূলা তে পা,
বঠ গাছের ঐ বৃক্ষতলা,
করেছে মায়া দিয়েছে ছায়া,
আমার ঐ অন্তরে অন্তরে।
তুমি দিয়েছ মায়া সিন্ধু সভ্যতা,
বুকেরি বক্কতলে,
তুমি শিখায়েছ প্রেম দিয়েছ জ্বালা,
এই অভাগা অন্তরে।
আমি করেছি আশা,
বাসাইছি মেলা তোমার ছায়তলে।
তুমি স্থান দিয় ধরণী মাতা,
তোমার ঐ কমল পদতলে।
© All Rights Reserved
& The writer
© Pk