...

4 views

ভাঙাগড়ার এই জীবনযাত্রায়
ভাঙাগড়ার এই জীবনযাত্রায়
মৃত্যু যে বড় কঠিন সত্য
দুঃখের এই রাজত্বের চেয়ে
শ্রেষ্ঠ সুখের দাসত্ব।।
অবিরত বুকে রক্ত ঝরিয়ে
সকলে মোরা বাঁচার তাগিদে।
মহিলার গায়ে হাত দিয়ে মোরা
পালন করি happy women's ডে।।
গহীন আঁধারে হারিয়ে গেছি
আলো পাওয়ার সন্ধানে
অনেক নিচে নেমে গেছি মোরা
অভিকর্ষের মন্দনে।।
হারিয়ে গেছে প্রেম-ভালোবাসা
বন্ধ হয়েছে প্রতিবাদ
দোষীদের দোষারোপ করাটাই
হয়ে গেছে আজ অপরাধ।।
মানুষই যে আজ মানুষের ঘরে
অমানুষ হয়ে আগুন জ্বালায়
মানুষই আজ ঘর ভাঙতে
চাবি ঢুকায় অন্য তালায়।।
তবুও কিছু মানুষ আছে
যাদের কাছে মৃত্যু প্রিয়
আসলে তারা বুঝতে পারেনা
কোনটা ঙ আর কোনটা ঞ।।