...

10 views

বৃষ্টি তোমাকে
বৃষ্টি তোমাকে দেখেছি কোন এক শরতের বিকেল বেলায়,
তুমি চলে যাচ্ছিলে মেঘ সমুদ্র দূরে নীল নীল কোন অজানাতে,
তোমার চোখে চেয়ে দেখি আমি অসীম বারিশ বারিধারা,
নিস্তব্ধ কোন থেমে যাওয়া গানের শেষ লাইনের মতো তুমি ছিলে,
হঠাৎ যখন আসমান থেকে পড়লে টুপটাপ টুপটাপ শব্দে,
আমি এসে দাড়ালাম তোমার চরন সামনে তোমায় দেখে,
আমি বিমোহিত হয়ে যাই আমি নিজেকে হারিয়ে ফেলি,
অবিরত বারিশ বহে যেদিকে দুচোখ যায় তুমি শুধুই বৃষ্টি,
আমি তো আর কাউকে দেখিনি আমি তো আর কারো স্পর্শ পাইনি,
তোমাকে ছুঁয়েছি তোমার আলিঙ্গনে নিজেকে ভিজিয়ে নিয়েছি,
আমার সারা শরীর তুমি ভিজিয়ে দিলে বলো আমার কি অপরাধ ছিল,
আমিতো ভিজেছি শুধু কোন এক প্রেম আলিঙ্গনে তা নয় শুধু বৃষ্টিতে,
বৃষ্টি তুমি বড়ই অভিমানী কখন যে চলে গেলে চারিদিক স্তব্ধ হলো,
কোথাও তো তুমি এখন নেই তবে কি চলে গেলে মন খারাপের দেশে,
না তুমি আবার এলে ফিরে সহসাই মেঘের গর্জনে স্তব্ধ নিশুতি রাতে,
আবার এলে গো তুমি আবার আমায় কাছে টেনে নিলে আমি আছি,
তোমার ছোঁয়া আবার শিহরিত করল আমার মনকে আমার প্রাণ কে,
নিশি রাতে জোছনাতে তুমি ছুয়ে দিলে আমার হৃদয়,
তুমি হারিয়ে গেলে আমার আঁধারে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি,
আবার কবে ভিজবো আবার কবে স্পর্শ করব তোমার ভালোবাসাকে,
রাতেরই আধারে নিস্তব্ধতাকে ভেঙে শেষ রাতের আগে তোমায় চাই,
তুমি যে বৃষ্টি আমার আমার একাকী মুহূর্তে ভালো লাগার গান,
তোমার শব্দে বিমোহিত হয়ে কত না রজনী গেল কত না সময় পার হলো,
বৃষ্টি তুমি চলে এসো না বলে আমার ঘরে কিংবা বাইরে,
আমি তোমায় ভালোবাসি বলেই তোমাকে কাছে চাই হ্যাঁ তা কোন প্রয়োজনে,
আমি ভিজবো তোমাতে তোমাকে ভিজিয়ে দিব শুষ্ক হৃদয় আমার সিক্ত করব আবেশে,
বৃষ্টি তুমি স্নিগ্ধতার অপর নাম স্নিগ্ধ হাওয়ায় ভালোবাসা,
তুমি এলে হারিয়ে যাই ভিন্ন কোন অনুভূতিতে,
বৃষ্টি তোমাকে চাইছি এখন তুমি চলে এসো কাউকে না বলে,
আমি তোমাকে ভিজিয়ে দেবো ভালোবাসার পরশে।

© All Rights Reserved